আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া সিলেট থেকে: সিলেট হচ্ছে ইন্টারনেট সিটি ও হাইটেক পার্ক। বর্তমান সরকার সিলেটকে ইন্টারনেট সিটি করার উদ্যোগ নিয়েছে। এ জন্য সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। এমন তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে দিনব্যাপী উইক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পলক বলেন, ‘ইন্টারনেটকে সব ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তবে ব্যবহারের সময় তা নিরাপদে ব্যবহারর দিকে নজর রাখার আহŸান জানিয়েছেন তিনি।’ প্রতিমন্ত্রী পলক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচার অভিযান শুরু করেন সিলেট থেকে। প্রতি নির্বাচনের প্রচার অভিযান শুরু করার আগে জননেত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। আজ আমারাও সিলেটে উইক উদ্বোধনের আগে মাজার জিয়ারত করেছি।’তিনি বলেন, ‘ইতোমধ্যে সিলেট আন্তার্জাতিক স্টেডিয়াম হয়েছে। এখন সময় এসেছে সিলেটকে ইন্টারনেট সিটি করার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে একটি হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় ১৬২ একর জমিও বরাদ্দ করা হয়েছে।’পলক আরো বলেন, ‘সারা দেশে ৩৪ হাজার শিক্ষার্থীকে ইন্টারনেট প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগামী ৩ বছরের মধ্যে এটা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে। এছাড়াও কেউ কেউ নিজ উদ্যোগে ইন্টারনেট ব্যবহার করে দেশের উন্নয়নে কাজ করবেন।’বর্তমান সরকারে লক্ষ্য উদ্দেশ্যের কথা উলেখ করে তিনি বলেন, ‘আমার বাংলাদেশে আর যেনো রাজানের মতো কোন শিশুকে নির্যাতনে শিকার হতে না হয়। ফেসবুকে কোন নারী যেন নির্যাতনের শিকার না হয়, সে জন্য ইন্টারনেট ব্যবহার জরুরী।’প্রতিমন্ত্রী ইন্টারনেট উইক মেলা প্রসঙ্গে বলেন, ‘গত ১ সপ্তাহে আমারা ১ কোটির উপরে মানুষকে নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতে সজাগ করেছি। তাদেরেেক ইন্টারনেটে ব্যবহার সম্পের্কে জানাতে পেরেছি। এটাই আমাদের বড় সফলতা।’
দেশের তরুণদের মেধা রয়েছে জানিয়ে পলক বলেন, ‘দেশে ১৬ কোটি মানুষের মধ্যে ১১ কোটিই তরুণ। আর সেই তরুনরা সহযোগিতা পেলে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর তরুণদের সহযোগিতা দিতেই বর্তমান সরকার কাজ করছে।’
প্রধান অতিথির বক্তব্য শেষে সেলফি তুলে সিলেটে ইন্টারনেট উইকের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। সারা দেশে ন্যায় সিলেট বিভাগে এই উৎসব আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং গ্রামীণফোন।উদ্বোধনের আগে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থানী কমিটির সভাপতি ইমরান আহমদ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহনগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান, বেসিসের সভাপতি শামীম আহসান, গ্রামীনফোনের পরিচালক(বিপণন) নেহাল আহমেদ, বেসিসের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫ এর আহ্বায়ক রাসেল টি আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।