সিলেট প্রতিনিধি:: সিলেটের খাদিমপাড়াস্থ বিসিক শিল্প নগরীর ভেতরে জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতেই (শুক্রবার দিবাগত রাত) নগরীর শাহপরান থানায় মামলাটি দায়ের করা হয়।শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত রাজু মিয়ার ভাই মাসুদ পারভেজ বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার রাত ৮টার দিকে সিলেটের খাদিমপাড়া বিসিক শিল্প নগরীর ভেতর অজ্ঞাত কয়েক যুবক রাজু মিয়া, রাজু মিয়া (১৯), আবু মিয়া (২৫) ও রাসেল আহমদকে (২২) কুপিয়ে ফেলে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক রাজু ও আবুকে মৃত ঘোষণা করেন। রাসেলের অবস্থাও আশঙ্কাজনক।
রাজু চাঁদপুর জেলার হাজীগঞ্জ দরদাহের হারুনুর রশীদের ছেলে এবং আবুর বাড়ি শরিয়তপুরের ধামড়া ধনই গ্রামের মৃত হাসু ডাক্তারের ছেলে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার রাসেল আহমদ (২২)।