সিলেটের শামীমাবাদ যুব সমাজের উদ্যোগে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকার সমর্থনে গতকাল শুক্রবার শামীমাবাদ খান কোউমিনিটি সেন্টারে সামনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আজিজুস সামাদ আজাদ ডন বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য নেতা কর্মিদের ঝাপিয়ে পড়ার আহবান জানিয়ে তিনি বলেন, উন্নয়নের রুপকার জননেএী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোটদানের অনুরোধ জানান।
সাচ্চা মিয়া কোরেশী র সভাপতিত্বে এবং সাবেক ছাএনেতা এসএম সুহেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর অাওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক শহিদ আহমদ , ১০ নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক, আওয়ামী লীগ নেতা সৈয়দ সা ব্বির আহমদ, তাজ উদ্দিন আহমদ, কালী রায় , মস্তফা মিয়া, যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, কয়েছমিয়া, সৈয়দ সাজনুর, ইমদাদ আহমদ, ছাএনেতা হোসাইন মোহাম্মদ সাগর মিটনদে, সাকির,নুরুল আমিন রনি,নাদিম শাহ , সায়মন আব্বাস,রাশেল আহমদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি