জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট নগরীর কাজিটোলা এলাকা থেকে রোববার দুপুরে ইউনিলিভারের ৭০ লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দিয়েছে ছিনতাইকারিরা।
ইউনিলিভারের সিলেট ডিস্ট্রিবিউটার ইমতিয়াজ রহমান তারেক জানান, আম্বরখানা বড়বাজারের ডিপো অফিস থেকে ২ জন হিসাব রক্ষক একটি প্রাইভেট কার (নং সিলেট খ-১১-০১৬৯) যোগে নগদ ৭০ লাখ টাকা নিয়ে এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখায় যাচ্ছিলেন।
তারা উত্তর কাজিটোলার কাহের মিয়ার গলিতে আসার পর ৪ টি মোটর সাইকেল ও ১ টি সিএনজি অটোরিকশা যোগে একদল ছিনতাইকারি গাড়িটির গতিরোধ করে।
তারা গাড়িটি ভাংচোর করে এবং ৭০ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
কতোয়ালী থানার এসআই কমর উদ্দিন জানান, ছিনতাই এর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে।