জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সিলেট নগরীর ব্যস্ততম এলাকা লালদিঘীর পাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক ডেটোনেটর ও পেট্রোল বোমাসহ বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাব।রবিবার বিকেল ৪টার দিকে লালদিঘিরপাড়ের ওয়ান ব্যাংকের পাশে পরিত্যক্ত একটি মার্কেটের সামনে থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।র্যাব ৯ এর সহকারী পরিচালক মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বিকেল ৪টার দিকে বিশেষ একটি টিম নিয়ে অভিযানে নামে। এসময় তারা সেখান থেকে ইলেকট্রিক ডেটোনেটর নামে উচ্চ ক্ষমতা সম্পন্ন ৫টি বোমা, ৮টি পেট্রোলবোমা, ২টি হাত বোমা, ৫টি পাওয়ার জেল, ৯টি চকলেট বোমা উদ্ধার করে।