জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: শ্রীমঙ্গলে একটি সেতুতে ফাঁটল দেখা দেওয়ায় রবিবার বেলা ১টা থেকে ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী ম্যানেজার শাখাওয়াত হোসেন জানিয়েছেন আজ হঠাৎ করে শ্রীমঙ্গলের জানকিছাড়া নামক স্থানে একটি সেতুতে ফাঁটল দেখা দেয়। বেলা ১টার দিকে ফাঁটলের বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। এরপর থেকে সিলেট-ঢাকা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে দ্রুতসময়ের মধ্যে ট্রেন যোগাযোগ পুন:স্থাপন করার জন্য মেরামত কাজ চলছে।