রুমানুল হক রুমেন :: সিলেট ড্রিংকিং ওয়াটার ফুটবল টুর্নামেন্টে সানজানা ফুটবল একাডেমিকে ট্রাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে জগন্নাথপুর উপজেলা ফুটবল একাদশ। স্হানীয় কুচাই মাঠে অনুস্টিত আজকের খেলায় দুটি দলই দৃস্টিনন্দিত ফুটবল খেলা দর্শকদের উপহার দেয়। তবে সানজানা ফুটবল একাডেমির স্হানীয় স্টারদের বিপক্ষে জগন্নাথপুর উপজেলা একাদশের খেলোয়াড়েরা ছিলো শুরুতেই সাবলীল। বার বার বিপক্ষ সিমানায় ঢুকে সানজানার ডিফেন্ডারদের ব্যাতি ব্যাস্ত করে রাখে। কিন্তু দক্ষ গোলদাতার অভাবে গোল আদায় করতে পারেনি। ফলে খেলাটি নির্দিষ্ট সময়ে গোল শুন্য ভাবে শেষ হলে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার নিস্পত্তি হয়। ট্রাইব্রেকারে সানজানা ফুটবল একাডেমি ৫ টি শটের মধ্যে দুটি লক্ষ্যভেদ করতে ব্যার্থ হয়। অপর দিকে জগন্নাথপুর উপজেলা ফুটবল একাদশের ৪ টির মধ্যে চারটিই লক্ষ্যভেদ। একটির কোন প্রয়োজন হয়নি। ফলে ৪-২ গোলে জয় পায় জগন্নাথপুর উপজেলা ফুটবল একাদশ। খেলায় প্রচুরসংখ্যক দর্শক সমাগম ঘঠে।