সিলেট প্রতিনিধি:: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগন্নাথপুরের সন্তান হিরন মাহমুদ নিপুর কারাগার থেকে মুক্তিলাভ করে বাসায় ফিরেছেন। নিপুর ঘনিষ্ট ছাত্রলীগ নেতা তোহা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে নিপুর মুক্তির সংবাদ পেয়ে তার সমর্থকরা কারাগারের সামনে গিয়ে মিছিল করতে থাকে এতে কারারক্ষীদের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেখানে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভাংচুর করা হয়েছে প্রায় অর্ধ শতাধিক মোটর সাইকেল। এঘটনার প্রত্যক্ষদর্শী জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা কল্যাণ কান্তি রায় সানী জগন্নাখপুর টুয়েন্টিফোর ডটকম কে জানিয়েছেন কারারক্ষীরাই ছাত্রলীগ নেতাকর্মীদের মোটর সাইকেল ভাংচুর করেছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা কোন মোটর সাইকেল ভাংচুর করেনি। সানী জানান, ভাংচুরের শিকার হয়েছে জগন্নাথপুরের বেশ কয়েকজন ছাত্রলীগ নেতার মোটর সাইকেল। এদিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে কোতয়ালী থানার ওসির জিম্মায় নিপুকে মুক্তি দেয়া হয়।