জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: দুদিনের সফরে সিলেটে এসে নেতাকর্মীদের সাথে ব্যস্ত সময় কাটিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সিলেটের সন্তান এস এম জাকির হোসাইন।
এবারের সফরে তিনি মৌলভীবাজারের জুড়ি উপজেলায় নিজের বাড়িতে যাওয়া ছাড়াও মৌলভীবাজার জেলা ছাত্রলীগ ও সিলেট মহানগর ছাত্রলীগ আয়োজিত ঈদ পুনর্মিলনীতে যোগ দেন। দুটি অনুষ্ঠানেই জাকির হোসাইন নেতাকর্মীদের মাঝে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন এবং দ্রুত বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের নির্দেশ দেন।
শুক্রবার মৌলভীবাজারে তিনি জেলা ছাত্রলীগের নেতাদের নির্দেশ দেন যত দ্রুত সম্ভব আওতাধীন প্রতিটি উপজেলা ও ইউনিয়নের কমিটি গঠনের জন্য। একই সাথে শীঘ্রই জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেন।
পরদিন শনিবার সিলেট মহানগর ছাত্রলীগের ঈদ পুনর্মিলনীতেও জাকির একই ধারা অব্যাহত রাখেন। আগামী ঈদ উল আযহার মধ্যে সিলেট মহানগর আওতাধীন প্রতিটি ওয়ার্ড, কলেজসমুহ এবং পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।
তার এধরনের বক্তব্যে বিভিন্ন ইউনিটে পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে ফেলেছে তীব্র সাড়া। তার এই বক্তব্যে অনেক কর্মীই আগের চেয়ে আরো বেশি কার্যক্রমে সচল হবেন বলে আশা করছেন নেতারাও।