জগন্নাথপুর২৪ ডেস্ক::
তৃতীয় ধাপের সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ।
সোমবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই তালিকা চূড়ান্ত হয়।
পরে গণমাধ্যমে চূড়ান্ত তালিকা পাঠিয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের এক হাজার সাতটি ইউপি নির্বাচনকে সামনে রেখে ৫ হাজার ৪৮৬ জন দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে নৌকার প্রার্থী বাছাই শুরু করে আওয়ামী লীগ। বৃহস্পতিবার প্রথম দিনের সভায় রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থী বাছাই করা হয়। পরদিন শুক্রবার দ্বিতীয় দিনের সভায় চূড়ান্ত করা হয় খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থী। শনিবার তৃতীয় দিনের বৈঠকে চূড়ান্ত করা হয়েছিল ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থী তালিকা।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নামের তালিকা
Leave a Reply