জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসক ডা. বনি ইয়ামিন খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রোববার দুপুরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
পরিষদের নেতৃবৃন্দ জানান, শুক্রবার বিসিএস এর লিখিত পরীক্ষা শেষ করে হলে ফেরার পথে রিক্সা থেকে নামিয়ে ডা. বনির উপর হামলা করা হয়। আহত ইন্টার্ন চিকিৎসক ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ ঘটনায় গত শুক্রবার রাত ৮ টার দিকে সজিব দাস নামে একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
হামলাকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানায় ইন্টার্ন চিকিৎসক পরিষদ। তবে জরুরী বিভাগ ও অপারেশন থিয়েটার এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে। –