Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে অভিনব কায়দায় ফুলকলির টাকা ছিনতাই

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট নগরীতে অভিনব কায়দায় ফুলকলি ফুড প্রোডাক্টসের ১ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপশহর এবিসি পয়েন্ট সংলগ্ন নার্সিং কলেজের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের ঘটনায় ফুলকলি ফুড প্রোডাক্টসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ জসীম উদ্দীন শাহপরাণ থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, শনিবার ফুলকলির চন্ডিপুল শাখা হতে ১ লাখ ৩০ হাজার টাকা ও লালাবাজার শাখা হতে ৬০ হাজার টাকা সংগ্রহ করে খাদিম বিসিক শিল্পনগরীস্থ ফুলকলির অফিসে কোম্পানির কাভার্ড ভ্যানযোগে যাচ্ছিলেন চালক মো.  আবু ছালেহ চৌধুরী।

 

শিবগঞ্জ যাওয়ার পর কাভার্ড ভ্যানটি নষ্ট হয়ে গেলে মেরামতের জন্য স্থানীয় শিবলি মটরসে নিয়ে যান চালক। ওয়ার্কশপের কারিগরেরা কিছু যন্ত্রাংশ নিয়ে আসার কথা বললে চালক আবু ছালেহ চৌধুরী সোবহানীঘাট যান। সোবহানীঘাট থেকে যন্ত্রাংশ ক্রয় করে শিবগঞ্জ আসার জন্য হোটেল রোজভিউ এর সামনে থেকে একটি লোকাল সিএনজি অটোরিকশায় ওঠেন তিনি।

অটোরিকশাটি উপশহর এবিসি পয়েন্ট সংলগ্ন নার্সিং কলেজের সামনে আসার পর অটোরিকশায় থাকা ৩ ছিনতাইকারী তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ফুলকলির উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, ঘটনার পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে শাহপরাণ থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে রবিবার দুপুর ১২টা পর্যন্ত কোন ছিনতাইকারীকে আটক করতে পারেনি পুলিশ। লুন্ঠিত টাকাও উদ্ধার হয়নি।

 

Exit mobile version