জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট অঞ্চল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সদর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহ পরান (৪০); তিনি বিজনগর থানার সিংগারবিল উথারিয়াপাড়ার নানু মিয়ার পুত্র।
র্যাব-৯ মিডিয়া অফিসার ও সিনিয়র এএসপি আহসান আল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার শাহ পরানের বিরুদ্ধে আরও ২৩টি মাদক মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।