সিলেট সংবাদদাতা- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সালাহ উদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে অনেক ধরনের ঠাট্টা-তামাশা করেছে, ঔদ্ধত্য প্রকাশ করেছে। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের দোষ স্বীকার করে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছে।’
তিনি দুজনকেই ‘শয়তান’ আখ্যা দিয়ে বলেন, ‘দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন, প্রাণভিক্ষার আবেদন করেছেন, অথচ তাদের পরিবারের সদস্যরা তা অস্বীকার করে দেশের মানুষকে শয়তানের মত বিভ্রান্ত করছেন।’ মন্ত্রী এদের ব্যাপারে শাহজালালের অনুসারি সিলেটবাসীকে সতর্ক থাকার আহবান জানান।
মঙ্গলবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্কাস পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিকে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, ‘খালেদা জিয়া আন্দোলন-আন্দোলন খেলতে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। কিন্তু তার আন্দোলন হচ্ছে গাড়িতে আগুন দেয়া, সন্ত্রাস আর পেট্রোল বোমা মেরে মানুষ মারার আন্দোলন। এসব আন্দোলন করে এখন পার পাওয়া যাবে না। এমন আন্দোলনও আর দেশে গড়ে ওঠবে না। রাজপথেই তাদের এসব সন্ত্রাসের মোকাবেলা করা হবে।’
জামায়াত নিষিদ্ধের ব্যাপারে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে ট্রাইব্যুনাল সংগঠন হিসেবে জামায়াতকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করেছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন বাতিল করেছে। এখন আইন করে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। দ্রুত এমন আইন বাস্তবায়িত হবে বলে আশা করছি।’
দেশে গতবছরের চেয়ে এ বছর বিদেশি পর্যটকের আগমন বেশি হয়েছে বলেও মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০১৬ সালে দেশে অন্তত ১০ লাখ বিদেশি পর্যটকের আগমন ঘটবে।
এদিকে কর্মী সমাবেশে ওয়ার্কাস পার্টির সিলেট জেলা সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাশেদ খান মেনন। পার্টির সিলেট শাখার সম্পাদকমন্ডলীর সদস্য ইন্দ্রানী সেন শম্পার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড সিকান্দর আলী, সম্পাদকমন্ডলীর সদস্য দিনবন্দু পাল, অধ্যক্ষ গোলাম আজাদ খাঁন, ছাত্রমৈত্রি সিলেট জেলশাখার সভাপতি স্বপন দাস প্রমুখ।
সভায় রাশেদ খান মেনন বলেন, কেবল সাকা-মুজাহিদদের ফাঁসি দিয়ে দেশ থেকে মুক্তিযুদ্ধবিরোধী চেতনার মূলোৎপাটন করা যাবে না। এদেশ থেকে মওদুদীবাদী-ওহাবিবাদীদের রাজনীতি চর্চার মূলোৎপাটন করতে হবে।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের কেবলমাত্র ফাঁসি দিলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে না। মওদুদীবাদী-ওহাবিবাদী রাজনীতি চর্চার পথ বন্ধ করতে হবে। এ ধারার রাজনীতি আমাদের যুবসমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশে ওয়ার্কার্সপার্টি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এই অশুভ ধারার রাজনীতির বিরুদ্ধে সারাদেশে জনমত গঠনে কাজ করছে।