জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের শাহপরাণ থানা এলাকায় মো. দেলওয়ার হোসাইন দিলাল (১৯) নামে এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে একটি চিরকুটও পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) ফজরের নামাজের সময় নগরের শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
দিলাল সিলেটের গোয়াইনঘাট উপজেলার রামনগর গ্রামের মো. মুসলিম আলীর ছেলে। তিনি শাহপরাণ থানাধীন শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) ফজরের নামাজের সময় শাহপরাণ লাল খাঁটঙ্গী মাদানী মসজিদে আজান না হওয়ায় মুসল্লিরা মুয়াজ্জিনের খোঁজে তার শয়নকক্ষে গিয়ে ডাকাডাকি করেন।