Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে বিকল্প স্ট্যান্ড না দিলে ২২ ফেব্রুয়ারি থেকে পরিবহন ধর্মঘটের হুমকি

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের আগে বিকল্প স্ট্যান্ড করার জায়গা নির্ধারণ করে দেওয়াসহ তিনটি দাবি জানিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। আগামী রোববারের মধ্যে তিনটি দাবি মেনে নেওয়ার আলটিমেটামও দেওয়া হয়েছে। অন্যথায় ২২ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়।

গতকাল বুধবার রাতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত সভায় তিনটি দাবি তুলে ধর্মঘটের আলটিমেটাম দেওয়া হয়। পরিবহনশ্রমিক সংগঠনের তিনটি দাবি হচ্ছে চৌহাট্টা থেকে উচ্ছেদের আগে বিকল্প স্থানে স্ট্যান্ডের জায়গা নির্ধারণ করে দেওয়া, ভাঙচুর করা গাড়ির ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা।

চৌহাট্টায় ফুটপাত ও সড়ক বিভাজক নির্মাণের জন্য মাইক্রোবাস ও প্রাইভেটকারের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে হামলার মুখে পড়েছেন সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারীরা। দুই দফা সংঘর্ষে কাউন্সিলরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে মেয়র-কাউন্সিলরদের ধাওয়া করতে যান। গতকাল বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অবৈধ স্ট্যান্ডে রাখা মাইক্রোবাস-প্রাইভেটকারসহ ১৯টি গাড়িতে ঢিল ছুড়ে ভাঙচুর করা হয়। পুলিশ ১৬টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে এই হামলার ঘটনায় গতকাল রাতে নগর ভবনে সর্বদলীয় রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে সিটি করপোরেশন মতবিনিময় সভা করেছে। সভায় সিটি করপোরেশনের উন্নয়নকাজ অব্যাহত রাখার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।

হামলা করে আবার ধর্মঘট আহ্বান কেন—তা জানতে চাইলে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি ময়নুল ইসলাম দাবি করেন, স্ট্যান্ড উচ্ছেদের নামে তাঁদের ৩০ থেকে ৩৫টি গাড়ি ঢিল ছুড়ে ভাঙচুর করা হয়েছে। গাড়ি ভাঙা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন তাঁদের সাত থেকে আটজন শ্রমিক। এ জন্য সর্বসম্মতভাবে তিনটি দাবি আদায় করে শান্তিপূর্ণ সমাধান চাওয়া হয়েছে। এই নেতা আরও বলেন, ‘আমরা সংঘাত চাই না, সমাধান চাই। আমরা রোববার পর্যন্ত চার দিন সময় দিয়েছি। এর মধ্যে তিনটি দাবি আদায় করে শান্তিপূর্ণ সমাধান চাই। তা না হলে আগামী সোমবার থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর সিদ্ধান্ত হয়েছে আমাদের।’

আলটিমেটাম দিয়ে পরিবহন ধর্মঘট ডাকাকে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা বলে মন্তব্য করেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘চৌহাট্টায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্ট্যান্ড হয়েছে। প্রাইভেটকার ও ব্যক্তিগত মাইক্রোবাসের জন্য স্ট্যান্ড করে দেওয়ার দায়িত্ব সিটি করপোরেশনের নয়। তারপরও আমরা সহানুভূতিশীল হয়ে তাঁদের খালি জায়গা দেখতে বলেছিলাম। কিন্তু তাঁরা তা না শুনে আমাদের ওপর হামলা চালান। এখন উল্টো দাবি করে নাগরিক ভোগান্তির অপচেষ্টায় নেমেছেন তাঁরা।’

Exit mobile version