সিলেট প্রতিনিধি::সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে যে অবদান রেখে যাচ্ছেন, আওয়ামীলীগ সরকার ব্যতীত কোন সরকার করতে পারেনি। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা-চেতনার কারণে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়েছে এবং শিক্ষার বৃদ্ধি পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বেশি সময় লাগবে না।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রেও প্রভূত উন্নতি হয়েছে। সরকারের এই সফলতার অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শনিবার (১৬ জানুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর হাইস্কুলে ৬৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ভবন আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ও ফেঞ্চুগঞ্জ ৬৭ লাখ টাকা ব্যয়ে ফেরিঘাট মাইজগাঁও সড়ক সংস্কার কাজের উদ্বোধন কালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জালালপুর স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নেছারুল হক বুস্তানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাসানুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী আব্দুর রব, ম্যানেজিং কমিটির সদস্য শহিদুর রহমান শাহীন, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ প্রমুখ।