Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে পানি ডুবে শিশুর মৃত্যু

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট নগরের কুয়ারপার এলাকার ইঙ্গোলাল রোডে গাভীয়ার খালের পানির স্রোতে ভেসে গিয়ে আরাব আহমদ নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আরাব স্থানীয় বাসিন্দা সাবের আহমদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সিলেটে সকাল থেকে হওয়া ভারী বৃষ্টিতে নগরের অন্যান্য স্থানের মতো কুয়ারপার এলাকায়ও জলাবদ্ধতা সৃষ্টি হয়। কুয়ারপাড়ের বাসিন্দা সাবের আহমদের ঘরের সামনেও জমে হাটু সমান পানি। সকালে সবার অগোচরে সাবেরের দুই বছরের একমাত্র সন্তান আরাব ঘরের সামনে পানিতে খেলতে নেমে যায়। এসময় পাশ দিয়ে বয়ে যাওয়া গাবিয়ার খালের তীব্র স্রোত তাকে টেনে নেয়। কিছুক্ষণ পর আরাবের খোঁজ করে তাকে না পেয়ে স্থানীয়দের ধারনা হয়, সে খালের পানিতে ভেসে গেছে। ধারনা অনুযায়ী খালের পানির স্রোতের ভাটির দিকে খুঁজতে থাকলে কিছুদূর গিয়ে আরাবের দেহ ভাসতে দেখা যায়। এসময় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাযে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সিকন্দর আলী।

Exit mobile version