Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে পাথর উত্তোলনকালে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পাথর উত্তোলনকালে মাটিচাপায় লিটন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিটন মিয়া পেশায় একজন শ্রমিক। সকালে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের কাজ করছিলেন লিটন মিয়া। কাজের সময়ে পাথর কোয়ারিতে মাটি ধসে চাপা পড়েন তিনি। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুত্র ঢাকা পোষ্ট

Exit mobile version