Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে নির্দোষ ব্যক্তিকে মামলায় আসামি করায় যুবদলের আহ্বায়ক বহিষ্কার

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ব্যক্তি আক্রোশে নির্দোষ ব্যক্তিকে মামলার আসামি করার অভিযোগে গোয়াইনঘাট যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজাহান সিদ্দিকীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক আদেশে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে সাময়িক বহিষ্কার করেন।

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ব্যক্তি আক্রোশে চলমান দায়েরকৃত মামলায় নির্দোষ ব্যক্তিকে আসামি করা–সংক্রান্তে সরাসরি জড়িত থাকায় দলের ভাবমূর্তি বিনষ্টের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান এবং একই সঙ্গে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’

আদেশে আরও বলা হয়, ‘কেন আপনাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে আগামী সাত দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারী সিলেট জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত থেকে অভিযোগের সুস্পষ্ট জবাব দেওয়ার জন্য অনুরোধসহ নির্দেশ প্রদান করা হলো।’

বিষয়টি নিশ্চিত করে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, ‘আমরা আগেই বলেছি প্রতিহিংসার রাজনীতি করব না। এখন দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে নিজের ব্যক্তিগত আক্রোশে সাধারণ মানুষকে কারা হয়রানি করে আমরা সে ব্যাপারে সব সময় খবর রাখছি। মানুষকে যারা হয়রানি করে তারা দলের যে পদেই থাক, ছাড় দেওয়া হবে না। আমরা অভিযোগ পেয়েছি গোয়াইনঘাটের আহ্বায়ক ব্যক্তিগত আক্রোশে নিরপরাধ ব্যক্তিকে মামলার আসামি করেছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সুত্র খবরের কাগজ

Exit mobile version