জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়ে পুকুরে পড়ে উল্টে যায়। আজ সোমবার সকালে উপজেলার লালাবাজারের সাতমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদরদপ্তরে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষনিক উদ্ধার তৎপরতা শুরু করায় বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পান বাসে থাকা যাত্রীরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। এপিবিএন সদস্য ও ফায়ার সার্ভিসের যৌথ তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে চালক ও হেলপারসহ যাত্রীদের উদ্ধার করে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক মো. পাবেল বলেন, ইমাম পরিবহনের একটি বাস ২৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেট আসছিল। সোমবার সকালে তাদের সদর দপ্তরের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়। তাৎক্ষনিক উদ্ধার অভিযান শুরু করায় যাত্রীদের বড় ধরণের কোনো ক্ষতি হয়নি। কয়েকজন আহত যাত্রী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যে চলে গেছেন বলে জানান তিনি।
সুত্র সমকাল