জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটম ডেস্ক :: সিলেট নগরীর পাঠানটুলাস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড স্কুলের সীমানা প্রচীরের পাশ থেকে মঙ্গলবার সকাল ১১ টায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে পথচারিরা লাশটি টাওয়াল দিয়ে মোড়ানো অবস্থায় দেখতে পান। বিষয়টি জালালাবাদ থানাকে অবগত করলে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।
পরে নবজাতকের লাশটি সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
এসএমপির জালালাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply