Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদ গঠন: আহবায়ক জামাল, সিনিয়র যুগ্ম আহবায়ক বুলবুল

স্টাফ রিপোর্টার::
সিলেট শহরের বৃহত্তর তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শনিবার বিকালে পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়।

সংগঠনের সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. এম কে খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের মেয়াদ উত্তীণ হওয়ায় এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে নতুন এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো জামাল উদ্দিন আহমদকে আহবায়ক ও সহ-সভাপতি রোটারিয়ান সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো  কামরান আহমদকে যুগ্ম আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা এ টি এম তারেক, সহ-সভাপতি কয়ছর আহমদ, মিহির ঘোষ, রুহুল আমিন, মুুজিবুর রহমান, আহমদ সাদিক, হাসান আহমদ, শরীফ উদ্দিন, তানভীর আহমদ, জাহাঙ্গীর আহমদ প্রমুখ।

এদিকে, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ সিলেট শহরের বৃহত্তর তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক হওয়ায় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

Exit mobile version