Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পুরুষ মারা গেছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন প্রগতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

 

খবর পেয়ে   রেলওয়ে থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠায়।

 

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন- স্থানীয়রা বলছেন, লোকটি মানসিক ভারসাম্যহীন। তবে লাশটির পরিচয় শনাক্তের পুলিশে সিআইডি টিম কাজ করছে। লাশের ময়না তদন্ত হবে। পরিবারের সন্ধান পেলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

Exit mobile version