আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া সিলেট থেকে:: সারাদেশে অব্যাহতভাবে গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী সিলেট মহানগরের নেতাকর্মীরা। বুধবার পৌনে ১টায় দিকে নগরীর জেল রোডস্থ আবু তোরাব জামে মসজিদের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল শুরু করে। মাত্র ১০০ গজ দূরে জেল রোড পয়েন্টে গিয়ে তারা নারায়ে তাকবির স্লোগান দিয়ে মিছিল শেষ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নগরীর জেল রোডস্থ আবু তোরাব জামে মসজিদ থেকে মিছিল বের করে মহানগর জামায়াতের ২০-২৫জন নেতাকর্মী। এ সময় মহানগর জামায়াত নেতা মাওলানা সোহেল আহমদের নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল শুরু করে তারা।
পরে কিছু দূর গিয়ে তারা মহানগর জামায়াতের একটি ব্যানার বের করে। এরপর জেল রোড পয়েন্টে গিয়ে তারা নারায়ে তাকবির স্লোগান দিয়ে মিছিল শেষ করে। তবে পুলিশ আসার আগেই তারা ঘটনাস্থল থেকে সটকে পড়েন।