জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেটে ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ এবং সাংগঠনিক ভাবে নিষ্ক্রিয় ১২টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার আওতাধীন এসব ইউনিটের কমিটি বিলুপ্ত করেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান এবং সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।
বিলুপ্তকৃত ইউনিটগুলো হচ্ছে- ১, ২, ৩, ৫, ৬, ৮, ৯, ১০, ২৫, ২৬, ২৭নং ওয়ার্ড শাখা এবং সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ।
একই সাথে এসব ইউনিটে নতুন কমিটি গঠনের জন্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহবান করা হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি অথবা সাধারণ সম্পাদকের নিকট ছবি এবং এসএসসির সার্টিফিকেটের ফটোকপিসহ জীবনবৃত্তান্ত জমা দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন আব্দুল বাসিত রুম্মান ও আব্দুল আলীম তুষার।