জগন্নাথপুর টুয়েন্টিফার ডটকম ডেস্ক ::
সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর টিলাগড়ে ও মিরাবাজারে আওয়ামী লীগ নেতা ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ গ্রুপের অনুসারী ছাত্রলীগ ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
শুক্রবার রাত সাড়ে ১০ নাগাদ এ সংঘর্ষ ঘটে। এই ঘটনায় উভয় গ্রুপের চার কর্মী আহত হয়েছেন। আহত ছাত্রলীগ কর্মী লিটন মল্লিক, তানজিলসহ চারজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উভয় গ্রুপের কর্মী রয়েছেন।