জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে টিলাগড় পয়েন্ট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় টিলাগড় পয়েন্টের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে।
একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে কি নিয়ে সংঘর্ষ বা কারা কারা সংঘর্ষে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
Leave a Reply