জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের জিন্দাবাজার এলাকায় ছাত্রদলের আচমকা ঝটিকা মিছিল বের করে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে । বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রদল নেতাকর্মীরা এ সময় ২টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে। এছাড়াও তারা ৪টি ককটেলের বিস্ফোরণও ঘটিয়েছে। এসময় পুরো জিন্দাবাজার এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সিলেট কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে টানা ৩ দিন হামলার প্রতিবাদে কাজী ম্যানশনের সামনে থেকে আচকমা একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনে এসে দুইটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। এসময় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান আবে হায়াতের একটি পানিবাহী ভ্যানও রাস্তায় উল্টে দেয় ছাত্রদল নেতাকর্মীরা। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই তারা সটকে পড়ে।
ছাত্রদল নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার পর কোতোয়ালি থানার এসি সাজ্জাদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় এসি সাজ্জাদ বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলামকে বলেন, ‘এরকম ঘটনা ঘটলো, আপনি কোথায় ছিলেন?’। নজরুল ‘দুপুরের খাবার খেতে গিয়েছিলেন’ বলে জানান। পরে এসি সাজ্জাদ বলেন, ‘আপনি খাওয়াতে ছিলেন নাকি কোথায় ছিলেন সেটা দেখা হবে।’
এ ব্যাপারে কথা বলতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদকে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।