Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে চারদিনের রিমান্ডে পিযুষ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে’র ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় তার তিন সহযোগীকেও দুই মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

রোববার সকালে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোস্তাইন বিল্লাহ এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আসামিদের দুটি মামলায় উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে দুইদিন করে মোট চারদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

মামলার অন্যান্য আসামিরা হলেন- বাপ্পা পাল, মন্টি রায় ও রায়হান খান।

মামলা দুটিতে পুলিশের পক্ষে সাতদিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।

আদালত চত্বর থেকে আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় পিযুষের আস্তানা ঘেরাও করে ৩ সঙ্গীসহ পিযুষকে আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, রামদা এবং ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানানো হয়।

পরদিন বৃহস্পতিবার সকালে পিযুষসহ ৪ জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ।

পিযুষের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ৬ আগস্ট জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীকে মারধরের অভিযোগ ওঠে পিযুষ অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

 

Exit mobile version