জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট বিভাগে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সিলেট বিভাগে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ২৮শ ছাড়িয়েছে।
এর মধ্যে শুধু সিলেট জেলায় আক্রান্ত এক হাজার ৬০০। এখন পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৮০১ । এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০২ জন। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৬০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পর্যন্ত ২৮০১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৬০০ জন, সুনামগঞ্জে ৭১১ জন, হবিগঞ্জে ২৬১ জন ও মৌলভীবাজারে ২২৯ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত ২০২ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৬৫ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১০১ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৪ জন ও মৌলভীবাজারে ২ জন।
সিলেট বিভাগে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৬০৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২২০ জন, সুনামগঞ্জে ১৪৫ জন, হবিগঞ্জে ১৫৮ জন ও মৌলভীবাজারে ৮৫ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৫ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৩ জন, মৌলভীবাজারে চার জন সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে চারজন ।
এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নতুন করে সিলেট বিভাগের আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে করোনা আক্রান্ত হয়ে বিভাগে কারোর মৃত্যু হয়নি।’
সুত্র-সিলেট মিরর