জগন্নাথপুর২৪ ডেস্ক::
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের ১৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। মারা যাওয়া দুজনেই সিলেট জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যানুযায়ী এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১২৪৭ জনে দাঁড়িয়েছে। তার মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেট জেলায় ১০৫১ জন, সুনামগঞ্জে ৭৫ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৭৫ জন মারা গেছেন।
নতুন করে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৬ জন সহ সিলেট বিভাগে মোট করোনাক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৫২৬ জন। এদের মধ্যে ৬৫ হাজার ৭৫৮ জনই সুস্থ হয়ে ওঠেছেন।