জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭১০ জনের। মৃতদের মধ্য ১০ জন সিলেট জেলার বাসিন্দা। সিলেট জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৪০৬ জন। সুনামগঞ্জে ৮৭ হবিগঞ্জে ১৫৩ ও মৌলভীবাজারে ৬৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। সিলেটে শনাক্তের হার হচ্ছে ৩৩ দশমিক ৯৭ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪৬৬ জন।