জগন্নাাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
দেশে আল্লাহর গজব পড়েছে; এজন্য বন্যা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে- এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মোহাম্মদ এরশাদ।
শুক্রবার (৭ জুলাই) সিলেটের ওসমানীনগরে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করতে এসে তিনি এমন্তব্য করেন।
এরশাদ বলেন, “দেশের মানুষ ভালো নেই। চারদিকে শুধু গুম-খুন। দিন শুরু হয় খুনের খবর দিয়ে। ঘরে ঘরে গুম-খুনের আতঙ্ক বিরাজ করছে। দেশে আল্লাহর গজব পড়েছে। এ জন্য বন্যা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, মানুষ মরছে।”
এরশাদ বলেন, ‘এই ওসমানীনগর এবং ওসমানী একই সুতোয় গাঁথা। কর্নেল আতাউল গনি ওসমানীকে আমি মনেপ্রাণে ভালোবাসতাম ও তাঁকে পিতার মতো শ্রদ্ধা করতাম বলেই আমার সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে। সিলেটের বিমানবন্দর, সরকারি হাসপাতালসহ শিক্ষাপ্রতিষ্ঠান আমি ওসমানীর নামে নামকরণ করেছি।’
শেরপুর বাজারেও বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এরশাদ।
এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, ‘দেশে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে কারও কিছু যায়-আসে না। কিন্তু আমি মানুষের কষ্ট দেখে ঘরে বসে থাকতে পারি না। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ দেশের সাধারণ মানুষের জন্য আমার মন কাঁদে। দেশের মানুষ আজ ভালো নেই, তাদের মধ্যে শুধুই হাহাকার।’
এমন পরিস্থিতিতে জাতীয় পার্টিকে ক্ষমতায় পাঠানোর আহ্বান জানান এরশাদ। তিনি বলেন, “জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আবার মানুষের সুদিন ফিরে আসবে। আতঙ্ক কেটে যাবে।”
তিনি বলেন, ‘এই শেরপুর সেতু আমার সরকারের আমলে তৈরি করা হয়েছে। বিগত দিনে আমি সিলেটে যা উন্নয়ন করেছি, তা রংপুরেও করিনি। আমি রংপুরের মানুষ হয়েও সিলেটের মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে আপনাদের পাশে এসেছি।’
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, সংসদ সদস্য মুমিন চৌধুরী বাবু, ইয়াহইয়া চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী।
Leave a Reply