২৪ ফেব্রুয়ারী রোববার সিলেটের এম হোসেন স্কুল এন্ড কলেজে বার্ষিক পিঠা উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা এস এম মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথি উৎসবে অংশগ্রহণ করে ৯ টি স্টল উদ্বোধন করেন। স্টলগুলো হচ্ছে-শীতের পিঠায় শুভ সকাল, ফাইভ স্টার টি স্টল, হিমেল হাওয়া পিঠা ঘর, তিন কন্যা পিঠা ঘর, পিঠা বাড়ি, গ্রামীন পিঠা ঘর, পাঁচ বোন পিঠা ঘর, চন্দ্র তারা পিঠা ঘর, রূপসী পিঠা ঘর। শিক্ষার্থীদের সাজানো ক্যাম্পাস ও স্টল দেখে তিনি তাদের প্রশংসা করেন ও উৎসাহ প্রদান করেন। তিনি তার বক্তব্যে স্কুলের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস প্রদান করেন।
এতে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- স্কুল ইনচার্জ আখলাকুর রহমান, আবুল কাশেম, শাহ আলী নূর, রুকন উদ্দিন, বিকাশ দাস, শাহেনা আক্তার, হাফছা বেগম, অভিভাবকদের মধ্যে শুকুর মিয়া, তারা মিয়া প্রমুখ। পরে প্রধান অতিথি স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply