Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে এবার ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটে জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ১১ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। শনিবার (১৫ জুন) সকালে জৈন্তাপুর উপজেলার গিলাতৈলে অভিযান চালিয়ে এ চিনি জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট সেক্টর ১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর রাজবাড়ি ক্যাম্পে অভিযান পরিচালনা করে চিনি জব্দ করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা চিনি ভর্তি একটি মিনি ট্রাক ও ১১টি পিকআপ ফেলে দ্রুত পালিয়ে যায়। ট্রাক ও পিকআপ তল্লাশি করে আনুমানিক ৫৬ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ ৫০ হাজার টাকা। ভারত থেকে চোরাচালান করা এই চিনি কাস্টমস বিভাগে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুত্র ঢাকা পোষ্ট

 

Exit mobile version