জগন্নাথপুর টুয়েন্টিফোর স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে চার দল। সিলেট জেলা স্টেডিয়ামে আজ শুক্রার বিকাল সাড়ে ৪টায় একটি ম্যাচ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় হবে অপর ম্যাচটি।
লিগের নবম রাউন্ডের তৃতীয় ম্যাচে শক্তিশালী ব্রাদার্স ইউনিয়ন খেলবে উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে।
পয়েন্ট তালিকায় বারিধারা একেবারে তলানিতে থাকলেও ব্রাদার্স ইউনিয়ন রয়েছে ৭ম স্থানে।
দিনের অপর ম্যাচে রয়েছে দুই শক্তিশালী দল। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র নামবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস ক্লাবের বিপক্ষে।
লিগের পয়েন্ট তালিকায় মুক্তিযোদ্ধা সংসদ রয়েছে পঞ্চম স্থানে। বিপরীতে তাদের প্রতিপক্ষ বেশ সুবিধানজক অবস্থায়। গোটা লিগে দারুণ খেলা রহমতগঞ্জ আছে তৃতীয় স্থানে।