Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে এক সপ্তাহের মধ্যে তৃতীয় দফা ভূমিকম্প!

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আবারও ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। গতকাল শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে সিলেটে তৃতীয় দফা ভূমিকম্প অনুভূত হলো।
আবহাওয়া অধিদপ্তর ঢাকা সূত্রে জানা গেছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল চীনের হুতান শহরে।
গভীর রাতে ভূমিকম্প অনুভূত হলে অনেকের ঘুম ভেঙ্গে যায়। এসময় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। অনেকে বাসা বাড়ি থেকে বের হয়ে আসেন। ভূমিকম্প যখন হচ্ছিল তখন বাইরে বৃষ্টি চলছিল। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোথাও কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে এ সপ্তাহেই সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে গত রবিবার (২১ জুন) বিকেল ৪টা ৪৯ মিনিটের দিকে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এর প্রায় ১২ ঘন্টা ব্যবধানে সোমবার (২২ জুন) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে দ্বিতীয় দফা ভূমিকম্প অনুভূত হয়। যার মাত্রা ছিল ৫ দশমিক ৮।
সুত্র-সিলেট মিরর

Exit mobile version