Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে আগ্নেয়াস্থসহ ব্যবসায়ী নেতা মামুন গ্রেফতার

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সিনিয়র সহ সভাপতি ব্যবসায়ী মামুন কিবরিয়া সুমনের অফিসে পুলিশ ও র‌্যাবে যৌথ অভিযান চালিয়ে  আগ্নেয়াস্ত্রসহ মামুন কিবরিয়া ও  তার দুই কর্মচারী সুরঞ্জিত এবং শঙ্করকে গ্রেফতার  করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার জেদান আল মূসা।

শনিবার দুপুরে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় মামুন কিবরিয়া সুমনের অফিসে এই অভিযান চালায় র‌্যাব ও পুলিশ।

পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব ও পুলিশের সমন্নয়য়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় সুমনের অফিস থেকে বিপুল পরিমাণ জালিয়াতির কাগজপত্র, আগ্নেয়াস্ত্র ও একটি লম্বা ধারালো ছোরা উদ্ধার করে পুলিশ।

 

Exit mobile version