জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের কানাইঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনা এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সড়কের বাজার এলাকার রামপুর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার আহমদ স্বপন (১৯) সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের বিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভরন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এছাড়াও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক সাব্বির আহমদের ছোট ভাই স্বপন।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জানা গেছে, স্বপন মোটরসাইকেল যোগে জকিগঞ্জ থেকে সিলেট আসার পথে কানাইঘাপ উপজেলার রামপুর যাত্রী ছাউনি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান।