সিলেট সংবাদদাতা- তুমুল করতালি আর মুহুর্মুহু শ্লোগানের মধ্যদিয়ে সিলেটের রাজনীতিতে অভিষিক্ত হলেন ড. এ কে আবদুল মোমেন। মঙ্গলবার দুপুরে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামিলীগের কর্মিসভায় মোমেনের সহোদর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তাকে পরিচয় করিয়ে দেন। এসময় উপস্থিত নেতাকর্মিরা তুমুল করতালি আর মুহুর্মুহু শ্লোগানের মাধ্যমে স্বাগত জানান আবদুল মোমেনকে ।
কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি তার বক্তব্যের শেষের দিকে ড. এ কে মোমেনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেন, ‘২০০০ সালে আমি যখন জাগতিক কাজকর্ম থেকে অবসরে যাওয়ার চিন্তা করছিলাম তখন আমার ছোট ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাকে কাজে লাগানোর পরামর্শ দেন। সেই থেকে আমি আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় হই।’
অর্থমন্ত্রী এসময় আরো বলেন ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার চেয়ে তার সম্পর্ক তখন ভালো ছিল। প্রায় ৩৭/৩৮ বছর বিদেশে থেকে তিনি দেশের জন্য কাজ করেছেন। সর্বশেষ জাতিসংঘে বাংলাদেশ মিশনে ৬ বছর দায়িত্ব পালন করে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন।’
ড. মোমেন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তিনি নিজ ইচ্ছায় জনগনের সেবা করতে দেশে ফিরেছেন। আজ আপনাদের সামনে আমি তাকে পরিচয় করিয়ে দিলাম। তাকে সার্বিক সহযোগীতা করার জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
এ সময় অডিটোরিয়াম ভর্তি নেতাকর্মীরা করতালি আর ‘শুভেচ্ছা, স্বাগতম’ শ্লোগানে বরণ করে নেন অর্থমন্ত্রী সহোদরকে।
ড. এ কে মোমেনও তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মিদের জানান ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে এবং নিজ ইচ্ছায় জনগনের সেবা করার উদ্দেশ্যে ৩৭ বছর পর দেশে ফিরেছি।’ তিনিও সকলের সহযোগীতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামিলীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ড. মোমেনকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বলেন,‘ আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের মধ্যে বিএনপি জামাতের কর্মিরা ঢুকে পড়েছে। তাই ড. মোমেন যদি জেলা ও মহানগর আওয়ামিলীগ নেতৃবৃন্দের সহযোগীতা নিয়ে প্রোগ্রাম করেন তাহলে সংগঠন শক্তিশালি হবে। আমরা তাকে সর্বাত্মক সহযোগীতা করতে প্রস্তুত।’
Leave a Reply