জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের মোগলাবাজারে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরকে প্রধান অভিযুক্ত করে থানায় এজাহার দেওয়া হয়েছে। শনিবার সংঘর্ষে আহত খোকা ও জামিলের চাচা আবদুল আহাদ বাদী হয়ে এ এজাহার জমা দিয়েছেন।
এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল।
তিনি জানান, এজাহারে জাকিরুল আলম জাকিরকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। এছাড়া আরো ৬ জনের নামোল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাত রাখা হয়েছে। এজাহার মামলা হিসেবে রেকর্ড প্রক্রিয়াধীন।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, ওই অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় জাকিরের নেতৃত্বে হামলা হয়।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমায় আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে অদূরে বোমা বিস্ফোরণে নিহত ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিম স্মরণে গঠিত ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ’র অভিষেক ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান ছিল শুক্রবার দিবাগত রাতে। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, নগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে একপর্যায়ে যুবলীগ ও ছাত্রলীগের দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলি ছোড়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে জাকির আহমদ খোকা, জামিল আহমদ ও সোহেল নামের তিন ছাত্রলীগকর্মী আহত হন। তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তন্মধ্যে খোকা ও জামিল সহোদর। গুরুতর আহত জামিলকে শুক্রবার রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।