জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: শখের বশে বিলে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে দুই তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জের নুরপুর এলাকার গাড়ুনী বিলে এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছে পুলিশ।
নিহতরা হলেন রিয়াজ আহমদ (২৪) ও খালাত ভাই শিহান উদ্দিন (২৭)।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শখের বশে বিলে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে তারা মারা যান। ওই সময় নৌকাতে পাঁচ জন ছিলেন, তাদের মধ্যে তিন জন সাতরে তীরে উঠতে সক্ষম হন।
নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছেও বলে জানান তিনি।
Leave a Reply