জগন্নাথপুর টোয়েন্টিফোর ডেস্ক-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব মো. জামাল উদ্দীন আহমেদ সিলেট বিভাগের কমিশনার হিসেবে রোববার দায়িত্ব গ্রহণ করেছেন।
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় জন্মগ্রহণকারী মো. জামাল উদ্দীন আহমেদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম (৮৫ ব্যাচ) ব্যাচের একজন কর্মকর্তা। বিভাগীয় কমিশনার, সিলেট হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি মেহেরপুর ও দিনাজপুরের জেলা প্রশাসক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি একপুত্র ও দুই কন্যা সন্তানের জনক।
Leave a Reply