Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটের এমসি কলেজে হামলার ঘটনায় ছাত্রলীগের ৬ কর্মী কারাগারে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের এমসি কলেজে ভাংচুরের ঘটনায় ছাত্রাবাস বন্ধের পর বাড়ি ফেরার পথে সুমন নামের এক ছাত্রলীগ কর্মীকে মারধরের মামলায় আটক ৬ ছাত্রলীগ কর্মীকে শুক্রবার কারাগারে পাঠিয়েছেন আদালত। হামলায় আহত দিরাই উপজেলার কাউয়াজুড়ি গ্রামের আকিল আলীর ছেলে কলেজছাত্র সুমন তাদের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।

বৃহস্পতিবার দুপুরে সিলেট শহরতলির কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় সুমনকে মারধরের সময় ৬ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দেয় জনতা। তারা হচ্ছে- সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া এলাকার আবদুল মান্নানের ছেলে কাউসার, তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাওন, সুনামগঞ্জ সদরের অচিন্তপুরের ইলিয়াস মিয়ার ছেলে রাফিজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার কাজীপুর গ্রামের অরবিন্দ চৌধুরীর ছেলে নিউটন চৌধুরী, তাহিরপুর উপজেলার কালিজুড়ি রামনগর এলাকার আবদুল হাসিমের ছেলে সোহাগ মিয়া ও মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামের সুভাষ আচার্য্যের ছেলে সৌরভ আচার্য্য।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সুমনের করা মামলায় শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Exit mobile version