সিলেট সংবাদদাতা- মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মুমিত আসুকের স্ত্রী গুলশান আরা মিলি। তিনি উড়োজাহাজ প্রতীকে মোট ২২৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গুলশান আরা মিলি সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী সমর্থিত প্রার্থী ছিলেন। মিলির নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনারস প্রতীকে মো. বদরুল হোসেন পেয়েছেন ১১৭৬৩ ভোট। মুক্তিযোদ্ধা আব্দুল মুমিত আসুকের মৃত্যুতে অনুষ্ঠিত এই উপ-নির্বাচনে বদরুল হোসেনকে সমর্থন জানিয়েছিলেন হুইপ শাহাব উদ্দিন।
গতকাল রোববার দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষণা করেন জেলা রির্টানিং অফিসার মো. জহিরুল ইসলাম।
এছাড়াও উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বি অন্য প্রার্থীদের মধ্যে জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ (প্রতীক-উড়োজাহাজ) ১১৫৭৬ ভোট, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ মুহিত শিপলু (প্রতীক-দোয়াত কলম) ১৯ ভোট, উপজেলা মহিলা বিএনপির সভাপতি হোসনে আরা (প্রতীক-মোটরসাইকেল) ২১৯৭ ভোট, জুড়ী উপজেলা র্দূনীতি প্রতিরোধ কমিশন চেয়ারম্যান তাজুল ইসলাম (প্রতীক-কাপ পিরিচ) ২৫২ ভোট পেয়েছেন।