স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আব্দুল আলিম তানজিদ (১৭) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুরে আব্দুল আলিম তানজিদ (১৭) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেরি গ্রামে এ ঘটনা ঘটে।
তানজিদ জগন্নাথপুর পৌরসভার বলবল এলাকার মধু মিয়ার ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষায় পাস করে কলেজ ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ জানান, ওই তরুণ বেরি গ্রামে তার নানা মতিবুর রহমানের বাড়িতে থাকত। প্রতিদিনের ন্যায় গতকাল রোববার রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া শেষ করে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে যায়। পরদিন সোমবার সকাল ৯টার দিকে তানজিদের নানা তার কক্ষের দরজা খোলে তাকে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তানজিদ বাবা মধু মিয়া থানায় অপমৃত্যু মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।