জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: মোবাইল সিমকার্ড ইস্যু ও প্রতিস্থাপিত সিমকার্ডের ক্ষেত্রে শুল্ককর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবু মাল আবদুল মুহিত।
অন্যদিকে মোবাইল সিমকার্ড বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপেরও প্রস্তাব করেন তিনি। এর ফলে সিমকার্ডের ক্রয়মূল্য কমলেও, মোবাইল ফোনে কথা বলার খরচ বাড়তে যাচ্ছে।বৃহস্পতিবার (০৪ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় একথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, মোবাইল ফোনখাতের উত্তরোত্তর উন্নয়নের স্বার্থে এবং মোবাইল ফোনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে তথা এ খাতের সার্বিক ও সুষম প্রবৃদ্ধির জন্য সিমকার্ড ইস্যু এবং প্রতিস্থাপিত সিমকার্ড উভয় ক্ষেত্রে ১০০ টাকা শুল্ককর ধার্য করার প্রস্তাব করছি। বর্তমানে মোবাইল অপারেটরদের সিমকার্ড ইস্যুর ক্ষেত্রে ৩০০ টাকা এবং প্রতিস্থাপিত সিমকার্ডের ক্ষেত্রে ১০০ টাকা কর ধার্য আছে।