Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিনোফার্মের আরো ৫৬ লাখ টিকা দেশে এলো

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের আর ৫৬ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকার চালানটি পৌঁছায়।
আজ সকালে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক মানবজমিনকে জানান, সিনোফার্ম থেকে ক্রয় করা ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা গত রাত ২টা ১০ মিনিটে এসে পৌঁছেছে। এয়ারপোর্ট থেকে ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো বেক্সিমকোতে নিয়ে যাওয়া হবে। সেখানে এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম সিনোফার্মের ২০ লাখ টিকা আসার কথা জানিয়েছিলেন।
তবে কয়েক দফায় এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

Exit mobile version