Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সালাম আগে দেবেন কে?

সালাম মুসলিম সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মুসলমানেরা একে অপরকে স্বাগত জানিয়ে থাকে সালামের মাধ্যমে। যিনি সবার আগে সালাম দেন তাকে সর্বোত্তম বলা হয়েছে হাদিসে।

এক হাদিসে হজরত আবু উমামাহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ‍ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে আল্লাহর কাছে সর্বোত্তম ওই ব্যক্তি, যে আগে সালাম দেয়। (আবু দাউদ, হাদিস ৫১৯৭)

আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের পক্ষে তার কোনো ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি এমনভাবে সম্পর্কচ্ছেদ করে থাকা বৈধ নয় যে তাদের দুজনের দেখা-সাক্ষাৎ হলেও একজন এদিকে, আরেকজন অন্যদিকে চেহারা ঘুরিয়ে নেয়। তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে প্রথম সালাম করবে। (বুখারি, হাদিস, ৬২৩৭)

 

Exit mobile version